শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
২২৪ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত

২২৪ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত

biman-300x174আমার সুরমা ডটকম ডেক্স : মিশরের সংঘাতময় সিনাই উপত্যকায় ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী। বিমানটিতে বেসামরিক যাত্রী ছিল। রাশিয়ার বিমানসংস্থা কোগালিমাভিয়ার বিমানটি লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় পর্যটন শহর শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবাগের উদ্দেশ্যে উড্ডয়নের ২৩ মিনিট পরই মিশরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা ৫১ মিনিটে উড্ডয়ন করে। মিশরীয় নিরাপত্তা সংস্থাগুলো বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। এয়ারবাসের এ-৩২১ মডেলের বিমানটিতে ২১৭ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। যাত্রীদের বেশিরভাগই রাশিয়ার পর্যটক। প্রথম দিকে বিমানটির ভাগ্য নিয়ে উল্টো তথ্য প্রচার করে মিশরের বিমান দুর্ঘটনা বিষয়ক সংস্থার প্রধান আয়মান আল-মুকাদ্দাম। তিনি বলেন, বিমানটি নিরাপদে মিশরীয় আকাশসীমা ছেড়ে তুর্কি আকাশসীমায় প্রবেশ করেছে।

কিন্তু মিশরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলও পরে বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। ২০১৩ সালের জুলাইয়ে মিশরের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই সিনাই উপত্যকা ইসলামপন্থী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি সেখানে ঘাঁটি গেড়েছে ইসলামিক স্টেট। জঙ্গিদের হামলায় সিনাইয়ে মিশরের বহু সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে আজকের বিমান বিধ্বস্ত হওয়ার সাথে জঙ্গি হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। সূত্র: বিবিসি, রয়টার্স, আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com