রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

তাড়লে হবে নৌকা ও স্বতন্ত্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
নৌকা প্রতীক না পেয়ে চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তাড়ল ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মোঃ আকিকুর রেজা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মোঃ আব্দুল কদ্দুছ। বর্তমান চেয়ারম্যানের নিজস্ব বলয়ের যথেষ্ট ভোট থাকায় তার বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদি। তাছাড়া বয়স ও গ্রহণযোগ্যতার কারণে অনেক পিছিয়ে আছেন নৌকার প্রার্থী মোঃ আহম্মদ চৌধুরী। সব মিলিয়ে তাড়ল ইউনিয়নেও নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের ধারণা। তবে সহজে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় সরকার দলের সমর্থিত নৌকা প্রার্থীর।
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে তাড়ল ইউনিয়নে আলী আহমদ (চশমা), মোঃ নূরুল হক তালুকদার (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ (টেলিফোন), মোঃ লাল মিয়া (আনারস), মোঃ আকিকুর রেজা (মোটর সাইকেল), মোঃ আহম্মদ চৌধুরী (নৌকা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোঃ আব্দুল কদ্দুছ (মোরগ), মোঃ গোলাপ রব্বানী (আপেল), মোঃ জসিম উদ্দিন (তালা), মোঃ জসলু মিয়া (ফুটবল), মোঃ সাইদুর আলম (টিউবওয়েল)। ২নং ওয়ার্ডে বদরুল হোসাইন চৌধুরী (মোরগ), মোঃ আব্দুস সালাম (তালা), মোঃ সুমন চৌধুরী (ফুটবল), মোঃ শাবানুর রহমান চৌধুরী জুয়েল (আপেল), সফিকুর রহমান চৌধুরী (টিউবওয়েল)। ৩নং ওয়ার্ডে আবুল হোসেন (ঘুড়ি), তোফায়েল মিয়া (তালা), মোঃ দিলোয়ার হোসেন (আপেল), রজত চৌধুরী (টিউবওয়েল), রেনু মিয়া (ফুটবল), শেখ নজির আহমদ (মোরগ)। ৪নং ওয়ার্ডে আনোয়ার পাশা (টিউবওয়েল), মোঃ আব্দুল তাইদ (ফুটবল), মোঃ আংগুর মিয়া (ঘুড়ি), মোঃ হেলাল উদ্দিন (মোরগ), শিবলুর রহমান (তালা)। ৫নং ওয়ার্ডে মোঃ এহিয়া খান রাজু (ফটুবল), মোহাম্মদ বজলু মিয়া তালুকদার (টিউবওয়েল), মোহিত মিয়া (তালা), মোঃ মঞ্জুরুল হক (আপেল)। ৬নং ওয়ার্ডে আলাল উদ্দিন (মোরগ), মোঃ শহিদুল হক (আপেল), মোঃ শামছুল হক (ফুটবল), রাশেদ মিয়া (তালা), শামছুল আলম (টিউবওয়েল), শাহিন আহামেদ (ঘুড়ি)। ৭নং ওয়ার্ডে বাবুল চন্দ্র দাস (আপেল), মোঃ মোতাহের আলী (মোরগ), মোঃ শেখ ফরিদ (ফুটবল)। ৮নং ওয়ার্ডে আবুল কাসেম (মোরগ), মোঃ নবাব মিয়া (টিউবওয়েল), সীতেশ তালুকদার (ফুটবল), হুসাইন মিয়া (আপেল)। ৯নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম (টিউবওয়েল), মোঃ হুমায়ুন কবির (ফুটবল)।
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে জাহানারা বেগম (মাইক), জাহানারা বেগম (তালগাছ), রুপিয়া বেগম (হেলিকপ্টার), শুক্লা রাণী দাস (সূর্যমুখী ফুল)। ২নং ওয়ার্ডে আফসানা বেগম (মাইক), মোছাঃ ছালমা বেগম (বই), মোছাঃ পারুল বেগম (হেলিকপ্টার), মোছাঃ রুপিয়া বেগম (তালগাছ), মোছাঃ সুলতানা রাজিয়া (সূর্যমুখী ফুল)। ৩নং ওয়ার্ডে ঝর্ণা রাণী দাস (সূর্যমুখী ফুল), মোছাঃ মিনারা খাতুন (হেলিকপ্টার), ঝুমা রাণী সরকার (মাইক), হাফছা বেগম (বই)।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৬৯ জন, এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৭০ জন ও নারী ৭ হাজার ৮৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com