শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দুইদিনের সফরে শনিবার (২১ নভেম্বর) সিলেট যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওইদিন বেলা ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো মন্ত্রীর একান্তসচিব মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারতের পর সন্ধ্যা সাড়ে ৬টায় জালালাবাদ সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটে সুরমা নদীর উপর নবনির্মিত কাজীরবাজার সেতু এবং অ্যাপ্রোচ সড়ক পরিদর্শন করতেন তিনি।