শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি
বিশ্বের ১০০ প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

বিশ্বের ১০০ প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

127087_1-150x150আমার সুরমা ডটকম ডেক্স : সারাবিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মিডিয়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা। বিশ্বের একশত প্রভাবশালী গার্ডিয়ান মিডিয়ার তালিকার প্রথমেই পুরুষদের ক্যাটাগরিতে আছেন ফেসবুকের সিইও, এবং প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর নারীদের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন টেইলর সুইফট। ১০০ মিডিয়া প্রভাবশালীর তালিকায় দ্বিতীয় শীর্ষস্থান দখল করেছেন, গুগলের কো-ফাউন্ডার ও সিইও ল্যারি পেইজ। অ্যাপল এর সিইও টিম কুক তৃতীয় শীর্ষ স্থানটি দখল করেছেন। ব্রিটিশ সরকারের চ্যান্সেলর, প্রভাবশালী কনজারভেটিভ এমপি জর্জ অসবর্ন আছেন চতুর্থ স্থানে। আর মিডিয়া টাইকুন ও নিউজ কর্পোরেশনের হেড রূপার্ট মার্ডক হয়েছেন পঞ্চম।

বিবিসির ডিরেক্টর জেনারেল টনি হল ষষ্ঠ স্থান দখল করেছেন। অ্যামাজনের ফাউন্ডার সিইও জেফ বিজোস সপ্তম, মিউজিসিয়ান মিস টেইলর সুইফট অস্টম, মেইল অনলাইনের পাবলিশার ও ডেইলি মেইলের এডিটর যথাক্রমে মার্টিন ক্লার্ক ও পল ডেকর হয়েছেন নবম, অফকমের সিইও শ্যারন হোয়াইট দশম স্থান অধিকার করেছেন। বিশ্বের ১০০ মিডিয়া প্রভাবশালীদের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরো আছেন নিউজ ইউকের সিইও রেবেকা ব্রুকস (১৫তম), প্রেজেন্টার ক্রিস ইভান্স (১৩তম স্থান), গার্ডিয়ানের এডিটর-ইন-চীফ ক্যাথারিন ভিনার ( ২৪তম)। বিখ্যাত টিভি প্রেজেন্টার, মিউজিক এন্ড টিভি প্রডিউসর সাইমন কাওয়েল (২৩তম), ইউ টিউবের সিইও সুজান ওজোসিকি (৩৩তম), প্রেজেন্টার, ফুটবলার গ্যারি লিনেকার (৬৯তম), গুগলের সুন্দর পিচি (৩৭তম), প্রেজেন্টার, লেখক জেরেমি ক্লার্কসন (৯৯তম), লেবার দলের নেতা জেরেমি করবিন (১০০তম), ইয়াহুর সিইও ম্যারিসা মাইয়ার (৯৭তম), হাফিংটন পোস্টের এডিটর ইন চীফ এবং প্রেসিডেন্ট মিস অ্যারিয়ানা হাফিংটন (৯৪তম), লন্ডন ইভিং স্ট্যান্ডার্ডের এডিটর সারাহ সান্ডস (৯১তম), ইন্ডিপেন্ডেন্টের এডিটর আমল রাজন ( ৯২তম), নিউজ এট টেন এর প্রেজেন্টার টম ব্র্যান্ডবি (৮০তম), লেখক, পরিচালক, নায়িকা শ্যারন হরগ্যান ৭২তম স্থান দখল করেছেন।

উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রণয়ন করে, তারপর সব তালিকাকে একত্রে ভোট প্রদান করে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এডভার্টাইজিং, পাবলিশিং/প্রিন্ট, টেকনোলজি, সোশিয়েল, ব্রডকাস্টিং, প্রডাকশন, মিউজিক, পাবলিক রিলেশনস, পলিটিক্স, ট্যালেন্ট ইত্যাদি ক্যাটাগরিতে প্রণিত ও ধর্তব্যের মধ্যে নেয়া হয়েছে।

এবারের তালিকায় সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভিন্ন অবদান মূল্যায়ন করা হয়েছে, যে কারণে তালিকা শুধু মাত্র মিডিয়া কেন্দ্রিক প্রভাবশালীদের দখলে থাকলেও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং হিউম্যান রিসোর্চের ক্ষেত্রে সহ প্রকাশনা ও পাবলিশিং ইত্যাদি প্রাধান্য পেয়েছে। পহেলা ডিসেম্বর লন্ডনের অভিজাত হোটেলে লন্ডন প্রেসক্লাবে এ এওয়ার্ড প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com