বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর’-এর প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ফুজালায়ে দারুল উলূম দরগাহপুর’-এর নতুন কমিটি গঠন উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ জুহর এক বৈঠক মাদরাসার নতুন মসজিদে অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষক ও পরিষদের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বছির, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ইছহাক আলী ও মাওলানা আব্দুল করিম সাহেবজাদায়ে শায়খে গাজীনগরী প্রমুখ। পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার পাশা, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা নূরুল মোত্তাকীন, মাওলানা তাহির আহমদ, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা আবিদুর রহমান প্রমুখ। সভায় মাওলানা ফখরুল ইসলাম খানকে সভাপতি ও মাওলানা আনোয়ার পাশাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।