শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সেলিমগঞ্জ আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের তালুকদার। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল আল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম আখঞ্জী, শিরিন তালুকদার, সুস্তির তালুকদার, বাদল মিয়া, কবির হোসেন, কামরুল ইসলাম আলমগীর, রোকন উদ্দিন দুলাল প্রমূখ। আলোচনা শেষে ফেনারবাক ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়, এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক কল্লোল সরকারকে নিয়ে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ফেনারবাক ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়।