রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
মো. মানিক মিয়া, জামালগঞ্জ উপজেলা সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার আওয়ামী যুবলীগের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগ কমিটি গঠন করা হয়। কমিটি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আবুল খয়ের তালুকদার। যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন রোকন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা এডভোকেট নাসিরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল আল আজাদ, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, যুবলীগ নেতা শিরিন তালুকদার, যুবলীগ নেতা আবু তাহের তালুকদার, এমরান তালুকদার, কামরুল ইসলাম আলমগীর, ভীমখালী ইউপি যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর কবির, আরিফ আলম লিমন, তামিম আহম্মেদ চৌধুরী প্রমূখ। আলোচনা শেষে সাচনা বাজার ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি কয়ছর আহম্মেদ, সাধারণ সম্পাদক সুজন হালদার ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।