রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের হামদ, নাত, গজল, ক্বিরাত, হিফজ ও রচনা প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইফা অফিসের হল রুমে শেখ মাওলানা জামাল উদ্দীনের সভাপতিত্বে ও ইফা দক্ষিণ সুনামগঞ্জের এম.সি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক, ইফা দক্ষিণ সুনামগঞ্জের জিসি মাওলানা আসাদুজ্জামান, শিক্ষক এনামুল হক চৌধুরী, মাওলানা জাহিদুল হক প্রমুখ। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। পুরুষ্কার বিতরণী শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সকল শহীদদের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।