সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের হাওর পাড়ের বহুল প্রতীক্ষিত বিশেষ ঈদ সংখ্যা ‘জলজোছনার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন। আজ রবিবার বিকেল চার টায় একতা ছাত্র সংঘের সদস্য সুমন মজুমদার ও লিডিং ইউনিভার্সিটির এডমিন জালাল উদ্দিনের যৌথ পরিচালনায় ও একতা ছাত্র সংঘের সিনিয়র সদস্য মাহমুদুল হাসানের সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গল্পকার সুলেমান কবির সম্পাদিত ও হাওর পাড়ের একঝাক প্রগতিশীল তরুণদের অক্লান্ত প্রচেষ্টায় যা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের এক চিলতে দলিল লিটল ম্যাগ ‘জলজোছনার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বীর সন্তান কবি লেখক আবু সুফিয়ান, প্রাবন্ধিক গবেষক এনামুল কবির, ব্যাংক কর্মকর্তা আবু সাদাত সায়েম, স্কুল শিক্ষিকা হালিমা বেগম, প্রভাষক নেসার শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, সিকৃবি’র সহকারী অধ্যাপক রাশেন্দ্র তাং, লেকচারার মাহমুদুল হাসান, উপজেলা উদীচী শিল্পীগোষ্টীর সভাপতি শ্যামল দেব, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সিলেটভিউ প্রতিনিধি সামিউল কবির, ব্যবসায়ী বোরহান উদ্দিন ও আশিষ দাশ, কবি বেলাল আলী ও দোলন দেবনাথ প্রমুখ পরবর্তীতে উপজেলা একতা ছাত্র সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলন, বৃক্ষরোপণ ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।