শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ থানা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা সিলেট জ-০৪-০১৮৮ বাসটি শান্তিগঞ্জ এলাকায় পৌছলে নাম্বারবিহীন মালবাহী ট্রলি (ট্রাফি)র সাথে মুখোমুখী সংঘর্ষে বাসটি ধুমরে-মোচরে রাস্তায় উল্টে পড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও কৈতক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বিল গ্রামের লক্ষণ দাসের ছেলে গাড়িচালক উজ্জ্বল দাস (৩০), সদর উপজেলার কালীপুর গ্রামের জাহেদ মিয়ার ছেলে ছাব্বির আহমদ (২৫), ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের গোপা চন্দ্র সরকারের ছেলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অনার্স ২য় বর্ষের ছাত্র পৃথেশ সরকার (২২), সিলেট শহরের স্বপন দাস (২৮), বিশম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে পুবালী ব্যাংকে চাকুরিজীবি ওমর ফারুকসহ (৩০) ২০ জনের মত আহত হয়েছেন। তাৎক্ষণিক সবার নাম জানা যায়নি। দুর্ঘটনায় বাসটি রাস্তায় পড়ে গেলে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী সংবাদ পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন এবং আহতদের হাসপাতালে প্রেরণসহ যান চলাচলের ব্যবস্থা করেন। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাস ও ট্রাফি পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।