মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: গাছবাড়ী বাজারের রাস্তাটি দু-তিন বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বর্তমানে রাস্তাটি এতোই বড় বড় গর্তে ভর্তি যে গাড়ি চলাচল তো এক পর্যায়ে ঝুকিপুর্ন হয়ে গেছে যখন বড় গর্তে যখন ট্রাক বা ভারী যানবাহন আটকে যায়, তখন সৃষ্টি হয় যানজট পায়ে হেঁটে চলার কোনো উপায় নেই। তারপরও এই রাস্তা দিয়ে গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজ, গাছবাড়ী মর্ডান একাডেমী ও কয়েকটি বে-সরকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কষ্ট সয়ে যাতায়াত করে থাকে। বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায় রাস্তাটি মেরামতের জন্য গত (৩০ ডিসেম্বর) ২০১৭ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও ছাতা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি মহুদয় বলেন, আমি গাছবাড়ী বাসীর প্রানের দাবি রাস্তা টি কিছু দিনের মধো কাজ শুরু করব। তখন এলাকার মানুষ খুশিতে মেতে উঠে বহুদিন পর তাদের প্রানের দাবিটি পুরন হতে যাচ্ছে। তবে যখন এমপি মহুদয় বলেন রাস্তাটি ড্রেনসহ না হয়ে পারে তখন মানুষগুলো মধো কোমন যেনও তাদের স্বপ্ন গুলো এলমেল হয়ে গেল। মাননীয় এমপি মহুদয় আপনী বলেছিলেন সংসদ সদস্য না থাকতে পারি তবে এ অাসনের মানুষ হ্রদয়ের মণিকোটায় থাকবেন অাজীবন । তবে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ আপনাকে ও তাদের হ্রদয়ের মণিকোটায় রাখতে চায় আজীবন। যদি তাদের প্রানের দাবি গুলো পুর্ন হয় তার মধো একটি দাবি গাছবাড়ী বাজারের রাস্তা ড্রেনসহ চাই। আমাদের এই দু:খ-দুর্দশা জন্য আপনার কাছে রাস্তার ড্রেনসহ কাজের অগ্রগতির প্রতি আপনার সুদৃষ্টি কামনা করছি। এলাকাবাসী আশা করছে আপনি আমাদের দু:খ-দুর্দশা লাঘবের ব্যাপারে গুরত্ব সহকারে বিষয়টি দেখবেন। সেই সাথে আপনার সুস্থতা কামনা করছি।