শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: শীতে কাঁপছে কানাইঘাটের টানা তীব্র প্রচন্ড হাড় কাঁপানো শীতে কানাইঘাটের জনজীবন বিপর্যস্থ। কনকনে শীতে যেন বাহিরে যাওয়া যাচ্ছেনা। দিনভর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার মিশেলে হাড় কাঁপানো শীত পড়ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। নাকাল হয়ে পড়েছে নগর জীবনের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো যারপরনাই দুর্ভোগ পোহাচ্ছে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে তারা শীতের কামড় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। ১৯৬৮ সালে সেই সময় পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর হতে আরও কোনদিন তাপমাত্রা এত নিচে নামে নি বলে জানা যায়। এবার সেই রেকর্ডও অতিক্রম গত কয়েকদিন হতে সন্ধ্যা থেকে বেশ শীত অনুভুত হতে থাকে কানাইঘাটের পাশ্ববতী এলাকায় ১নং ২নং ও ৩নং ইউপি মানুষের রাতে গভীর বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্বি বেশি পায়। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা বেশী। সোমবার সকাল সাময়িক রৌদ্র দেখা গেলেও রাতে প্রচন্ড ঠান্ডা কুয়াশায় আচ্ছন্ন রয়েছে চারদিক।