শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: তীর্থযাত্রীদের নিয়ে সিলেটে পথে সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কে ছাদিরপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস দিরাই পৌর এলাকার বাসস্টেন্ড থেকে হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে সিলেটে অনুকূল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। এ সময় গাড়িটি ছাদিরপুর আসার পর ভাঙ্গা রাস্তা থেকে বাঁচার জন্য সড়কের কিনারা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এতে চালকসহ ৩০ জন যাত্রী আহত হন। গুরুতর আহতরা হলেন দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের হরেন্দ্র দাসের ছেলে জ্যোতিষ দাস (৩৮), একই গ্রামের বিধুভূষণ দাসের স্ত্রী দিপীকা রানী দাস (৩১), সরমঙ্গল ইউনিয়নের কল্যানী গ্রামের রতিরঞ্জন দাসের ছেলে বাদল দাস, চানপুর গ্রামের নিলু বর্মণের স্ত্রী সুলনি বমর্ণ (৩৫), গোপেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী নীরদা বর্মণ (৫০), কল্যানী গ্রামের সুরঞ্জিত, মুক্তারপুর গ্রামের রামগতি সরকারের ছেলে রতন সরকার (৩০), চানপুর গ্রামের গোপেন্দ্র চন্দর স্ত্রী মিতালী (৪৫), চানপুর গ্রামর বলাই বমর্ণের স্ত্রী অঞ্জনা বর্মণ (৪৫), ধীরেন্দ্রের মেয়ে মিতু রানী (১০), হারানপুর গ্রামের অনকুল বণিকের ছেলে অনিক বণিক (১২), পূর্বদিরাই গ্রামের দিগেন্দ্র দাসের ছেলে সুমন দাস (১৭)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের বাড়ি দিরাই উপজেলা সদরে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও দ্রুতগতির কারণে বাসটি দূর্ঘটানার কবলে পড়েছে বলে জানা গেছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ৩০ জন যাত্রী চিকিৎসা নিয়েছে। এদের মাঝে গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।