শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’’ সুনামগঞ্জ সদর উপজেলার বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়। দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রন করেন মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান মিতু, রীমু আক্তার, মুনতাহা, রাসেল আহমদ ও নিজাম উদ্দিন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ( বিজ্ঞান) মোঃ মনিরুজ্জামন।