রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ১ম বর্ষ পূতি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হতে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের যুগ্ন আহবায়ক মো. ওয়ালী উল্লাহ সরকার। সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার যুগ্ম-আহবায়ক জুলফিকার চৌধুরী রানা, পক্কজ পাল চৌধুরী, আব্দুল কালাম আজাদ, জিয়াউর রহমান, কাশেম আখঞ্জী, সাচনা বাজার ইউপি আহবায়ক আছদ্দর আলী, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, জামালগঞ্জ সদর ইউপি আহবায়ক মো. কামরুজ্জামান মিন্টু, ভীমখালী ইউপি আহবায়ক বাবুল মিয়া, যুগ্ম-আহবায়ক মো. নুরু মিয়া, সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ম-সচিব গোলাম কিবরিয়া, ফেনারবাক ইউপি আহবায়ক শাহাব উদ্দিন, বেহেলী ইউপি আহবায়ক আব্দুল হাসিম, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারন সম্পাদক কবি আলী হোসেন রাজা প্রমূখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার সামাজিক সংগঠনের মধ্যে সল্প সময়ে সফলতার র্শীষে একমাত্র সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ১ম প্রতিষ্ঠা বাষির্কীতে ২৫ লক্ষ কৃষক-কৃষাণী তাদের অধিকার আদায়ে সচেষ্ট সংগঠন। আগামী দিনে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের ও কৃষকদের সফল অধিকার সর্বদা সচেষ্ট থাকার আহবান জানান।