বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দক্ষিণ সুনামগঞ্জে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরষ্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদরাসা শাখা প্রাঙ্গণে শাখা সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান ক্বারী মাওলানা নুরুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজানীগাও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা রশিদ আহমদ, শাখা কেন্দ্রের সহসভাপতি সৈয়দ আহমদ, নাজিম ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক রমজান আলী, সদস্য মনির উদ্দীন, শফিকুল ইসলাম, সমাজসেবি ইউসুফ আহমদ, আলতাবুর রহমান, শুকুর আলী, ক্বারী শমশের আলী, ক্বারী গোলাম মৌলা, ক্বারী হাবিবুর রহমান, ক্বারী সঈদুর রহমান, ক্বারী আল আমীন প্রমূখ।
সভা শেষে অতিথিরা ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।