বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেছেন, বাংলাদেশে দ্রুত গতিতে উন্নয়নশীল দেশ পরিনত হয়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে। এটি সময় বাংলাদেশে উন্নয়ন করার মতো জায়গা থাকবে না। আর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিয়মিত ইউনিয়ন কর ও ভূমি কর পরিষোধ করতে হবে।
মঙ্গলবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নগর গ্রামের ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় পাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অরবিন্দু তালুকদার সভাপতিত্বে ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন।
এসময় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নগেন্দ্র চন্দ্র দাস, বজেন্দ্র কুমার দাস, নগর গ্রামের নিপেন্দ্র দাস, তাজুল ইসলাম,জিতেন্দ্র দাস, আব্দুল মনাফ, আব্দুল তাহিদ,কুমড়িয়াইল গ্রামের সাইফুল হক,অনকি,বাবনিয়া গ্রামের বাবুল মিয়া,ইকবাল হোসেন, নগর গ্রামের বিনোধ কুমার দাস, রঘুনাথপুর গ্রামের স্বাধীন মিয়াসহ প্রায় ২শ শতাধিক ৮নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।