বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন কাজী অফিস শান্তিগঞ্জ বাজারে উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির অর্থ স¤পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা মফিদুর রহমান, কাজী মাওলানা মাসুক আহমদ, কাজী মাওলানা শায়খুল ইসলাম, কাজী নূরুল হক প্রমূখ।
মাসিক সভায় বক্তারা বলেন, আমাদের উপজেলায় ২০১৬ ইং সালে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে, সেই ধারাবাহিকতায় আমাদের উপজেলায় বাল্যবিবাহ নাই বলে চলে। তার পরও কেহ যদি বাল্যবিবাহ পড়াতে চায়, তাদেরকে বাল্যবিবাহের কুফল, সুফল বিষয়ে জানাতে হবে, পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। বক্তারা আরও বলেন, বিবাহ স¤পন্নের সময় সরকারের আইন অনুযায়ী বর ও কনের জন্ম সনদ, আইডি কার্ড, স্কুল, মাদরাসা ও কলেজে লেখাপড়ার সার্টিফিকেটের ফটোকপি এবং বর ও কনের পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করতে হবে।