শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউএনও মোঃ সফি উল্লাহ। মঙ্গলবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব বীরগাও ইউনিয়নের জামখলা হাওরের ১নং পিআইসির কাজ ও সল্লার দাইড় বাঁধ পরিদর্শন করেন। পরে বিকাল ৪টায় পুর্ব পাগলা ইউনিয়নের ডেকার হাওরের ২০নং পিআইসির কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরে আলম ছিদ্দিকী, পুর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর কালাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সদস্য প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, পুর্ব পাগলা ইউপি সদস্য মোঃ আজির উদ্দীন, ১নং পিআইসির সভাপতি মইন উদ্দিন প্রমূখ।