শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাইয়ে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল (সোমবার) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
ভাইস চেয়ারম্যান পদে যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদ, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সর্দার কামাল হোসেন রানা, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, জায়ফর মিয়া, তোফায়েল আহমদ চৌধুরী ও রুহুল আমিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, রিপা সিনহা ও হেলেনা বেগম খেলা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।