সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জর জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার লালবাজার, কারেন্টের বাজার, রসুলপুর, লালপুর, বিনাজুড়া সহ বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়। জামালগঞ্জ উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম মোটর সাইকেল মার্কা ভোট প্রার্থনা করেন।
শামীম বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সমৃদ্ধ দারুদ্র্যহীন সম্প্রীতির উন্নয়ন মডেল উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করি। মোটর সাইকেল মার্কা ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ দিন।
পথসভায় সভাপতিত্ব করেন গন্যমান্য ব্যাক্তি আব্দুল হেকিম। সমাজ সেবক জুলফিকার চৌধুরী রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রার্থী মো. রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, ওয়ার্ড কমিটির সভাপতি মনোরঞ্জন পুরকায়স্থ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনফর আলী টুকু, শিক্ষক সজল, হরিধন, গন্যমান্য ব্যাক্তি রবিন্দ্র, জগৎদিস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।