মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামে হিন্দুদের স্থাপিত শিব মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীরানায়নপুর গ্রামবাসির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের তিনশতাধিক লোকজন অংশ নেন।
মন্দির কমিটির সভাপতি সচি দাসের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মনির কমিটির সদস্য ধীজেন দাস, শ্রীনারায়ন পুর গ্রামের আব্দুল মনাফ, হিরণ মিয়া, রানু দাস, রাজকুমার, সুব্রত দাস, সুশেন তালুকদার, রাবনন্দ দাস, কানু বিশ^াস, বজন পাল, নীল কান্দ দাস, সুরঞ্জিত দাস, অপুশীল, মতিলাল বিশ^াস, মনুরঞ্জন দাস প্রমূখ।
বক্তরা বলেন, যারা একটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে, ঐ সমস্ত দৃস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, শনিবার ভোররাতে একটি দৃবুর্ত্তচক্র রাতের আঁধারে মন্দিরে পেট্রোল ঢেলে পালিয়ে যায়। এতে সিমেন্টের পিলার ও টিনসেটের এই মন্দিরে বেশ কিছু অংশ পুড়ে যায়। তাৎক্ষনিক গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে ঘটনাস্থলে এসে পানি দিয়ে চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় সংখ্যালঘুদের মনে একটি অজানা আতংঙ্ক কাজ করছে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা যায়।