রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
লন্ডনে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় জমিয়তের শতবার্ষিকী সম্মেলন সফলতা নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখা আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিল পূর্ব লন্ডনের আমারগাঁও রেস্টুরেন্টে গত ২৬ মে রবিবার অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমদ বিশনাথীর সভাপতিত্বে ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মুখলিছুর রহমান চৌধুরী, শায়খ মাওলানা খায়রুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব মাস্টার সৈয়দ ফররুখ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছালেহ আহমদ, সাংঘঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজজমান, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল হাফিজ সৈয়দ মোশতাক আহমদ, সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সভাপতি পীর আহমদ কুতুব, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সহ সভাপতি হাফীজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জয়েন্ট সেক্রেটারী শেখ মাওলানা আব্দুস সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, ট্রেজারার হাফিজ মাওলানা রশীদ আহমদ।
আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন,মুসলিম উম্মাহর বৃহত্তম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম তার গৌরবোজ্জল শত বছর পূর্ণ করতে যাচ্ছে। অনুস্মরণীয় আকাবির ও আসলাফের আমানত এবং শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো হক ও হাক্কানিয়াতের পতাকাবাহী বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া। যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। সময়োপযোগী সিদ্ধান্ত অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে আগামী ১৫ জুলাই সোমবার লন্ডনের রয়েল রিজেন্সী হল (The Royal Regency, 501 High Street North, Manor Park, London, E12 6TH)-এ “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” করতে যাচ্ছে।
এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ।
বক্তারাআগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
আরো উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সহ সেক্রেটারী হাফিজ জিয়াউদ্দীন, সহ সাংগঠনি সম্পাদক মাওলানা নাজমুল হাসান, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, সহকারী প্রচার সম্পাদক সৈয়দ শুয়াইব আহমদ প্রমুখ।
ইফতার পূর্বে “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা খায়রুল ইসলাম।