শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
১০ বিষয়ে গবেষণা করবে পরিকল্পনা মন্ত্রনালয়

১০ বিষয়ে গবেষণা করবে পরিকল্পনা মন্ত্রনালয়

amarsurma.com
দিরাইয়ে স্থাপন করা হচ্ছে ‘মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি’

আমার সুরমা ডটকম:

উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, গবেষণার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আবার গবেষণার ফলাফল কাজে লাগিয়ে দেশ ও জাতি উপকৃত হয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি গবেষণার কথা বলেন। এ খাতে বাজেটে বরাদ্দও বাড়ানো হয়েছে।

শনিবার (১৫ জুন) পরিকল্পনা মন্ত্রনালয়ের সামাজিক বিজ্ঞান পরিষদের নতুন ১০ গবেষণার ধারণাপত্র উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা সচিব মো. নূরুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন। দিন ব্যাপী অনুষ্ঠানে গবেষকরা তাদের গবেষণা প্রস্তাবনার ধারণাপত্র তুলে ধরেছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : বাঙ্গালির আত্নপ্রবঞ্চনাসহ ২০১৯-২০ অর্থবছরে ১০ বিষয়ে গবেষণা পরিচালনা করা হচ্ছে। গবেষণার বিষয়বস্তুর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর শিক্ষা স্বনির্ভরতার ভাবনা, তৎকালীন ও সমকালীন প্রাসঙ্গিকতা, চর এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় গ্রামীণ এলাকায় বয়স্ক মানুষের সামাজিক নিরাপত্তা, আর্থ-সামাজিক অগ্রগতি এবং পরিবার ও গ্রামীণ এলাকার উন্নয়নে প্রবাসী আয়ের ভূমিকা, বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক উন্নয়ন পলিসির বাস্তবায়ন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে স্থানান্তর : বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার ভূমিকা, খরা প্রবণ এলাকায় জলবায়ূ পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবেলায় সক্ষমতা, বাংলাদেশের নিরাপদ ফল ও শাকবসজি এবং ভোক্তাদের আচরণ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের কাতারে যাচ্ছে দেশ। এই উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমে, নতুন চিন্তার জন্ম হয়। নতুন নতুন বিষয় জানা যায়। ফলে একদিকে যেমন জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। অন্যদিকে এসব গবেষণার প্রাপ্ত ফলাফল প্রায়োগিক কাজে লাগিয়ে দেশ ও জাতি উপকৃত হয়।

পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন বলেন, আমরা আশা করছি এ সব গবেষণায় গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান লাভবান হবে, তেমনি দেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রেও কাজে লাগবে। প্রতিবছরই এই সব গবেষণা পরিচালনা করে পরিকল্পনা মন্ত্রনালয়। এর ফলে গবেষণা কাজে মানুষের উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়।

ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : বাঙ্গালি আত্নপ্রবঞ্চনা শীর্ষক গবেষণর উদ্দেশ্য সম্পর্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নূর মো. রহমতউল্লাহ কর্মশালায় বলেন, গবেষণাটির মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটসহ প্রকৃত ইতিহাসের দ্বার উম্মোচন হবে। এছাড়া ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সমূহ চিহ্নিতকরণ, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অস্বীকারকারীদের বিপক্ষে যথোপযুক্ত দালিলিক তথ্য প্রমাণসহ যুক্তি উপস্থাপন, জাতির জনকের জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও লালন করে নতুন প্রজন্মকে মাতৃভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করণ, ইতিহাস বিকৃতকারীদের চিহ্নিতকরণ এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সংক্রান্ত আত্নপ্রবঞ্চনা রোধকল্পে কর্মপরিকল্পনাসহ সুপারিশ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com