শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অংশগ্রহনের মধ্যদিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম সৌদিআরব শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সৌদির জেদ্দা নগরীর সোলাইমানিয়াস্থ মসজিদে রেজওয়ান সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা মহিউদ্দিন রাগিবীকে সভাপতি ও মাওলানা হারিস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট সৌদিআরব শাখা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ।
কাউন্সিল অধিবেশনে কেন্দ্র মনোনীত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পবিত্র হজ্জব্রত পালনে সৌদিআরবে অবস্থানরত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরুদ্দীন মুনির।
এছাড়াও অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী হুজাইফা ইবনে ওমর।
কাউন্সিলে মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, আবহা, আলবাহা ইয়াম্বুসহ সকল ষ্টেটের কাউন্সিলর গন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।