বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
সাইফুর রহমান স্টাফ রিপোর্টার:
মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে ওমানের সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ দেশটিতে বিভিন্ন মামলায় দণ্ডিত ৫৯৯ বন্দীকে ক্ষমা ঘোষণা করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরমধ্যে ৩৩৬ জন প্রবাসী রয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে এ বিষয়ে এখনও দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমরা অফিসিয়ালি জানতে পারলে আপনাকে পরবর্তীতে জানাতে পারবো।”
গত বুধবার (৮ এপ্রিল) ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি (ওএনএ)’র জারি করা এক বিবৃতিতে বলেছে, ওমানের সর্বোচ্চ কমান্ডার মহামান্য সুলতান হাইথাম বিন তারিক ৫৯৯ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, যাদের মধ্যে ৩৩৬ জন বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন।