বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে ইসরায়েলে প্রথম কোন উচ্চ পর্যায়ের ব্যক্তির মৃত্যু হলো। দেশটিতে এ পর্যন্ত ১১০ জন লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ১১,২৩৫ জন। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইসরায়েলের শীর্ষ ধর্মীয় নেতা এলিয়াহু বকশি-ডোরনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ইহুদিদের প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন।
এলিয়াহু বকশি-ডোরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সব সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক পথ প্রদর্শক। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার অংশ হিসেবে শীর্ষ এ ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষজনকে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে ইসরায়েল পুলিশ।