শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
শারিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসপিএল প্রকল্পের পিস পেশার গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবিবা কফি হাউজে এ সমন্বয় সভা অনুষ্ঠত হয়। সভা সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পিস পেশার গ্রুপের সমন্বয়কারী ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন। দি হাঙ্গার প্রজেক্ট এর ইউসি সাইফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সহ সভাপতি দিপক শ্রী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সুজন এর সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী মঙ্গল বার দিন ব্যাপী করোনা ভাইরাস বিষয়ক প্রচার তিন উপজেলায় করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।