সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

একদিন পবিত্র মদিনার ভূমিও দাবি করবে ইসরাইল: ওমার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি স্কলার ওমার ফোরা বলেছেন, নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো ভ‚মিতে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে ইহুদিবাদীদের। অবশেষে তারা মদিনার ভ‚মি এবং আরব উপত্যকার বিভিন্ন অঞ্চলে দাবি করবে। স¤প্রতি এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। ফিলিস্তিনের ইসলামি জিহাদের সহযোগী আল কুদস আল ইয়াউমের সঙ্গে আলোচনায় ১৯ আগস্ট ওমার ফোরা এই কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, ইসরাইল শুধুমাত্র ফিলিস্তিনিদের বিপদে ফেলছে না। দেশটি পুরো আরব বিশ্বের জন্য হুমকি। তিনি বলেন, নীল নদের প‚র্বতীরে দ‚তাবাস খুলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। কারণ তারা মনে করে নীল নদের প‚র্ব তীর থেকে ফোরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লেখিত ইসরাইলের ভ‚মি। ইসরাইল নীল নদের পশ্চিম তীরে দ‚তাবাস খুলেছে। কারণ তারা নীল নদের পশ্চিম অংশকে নিজেদের ভ‚খÐের বাইরের অংশ বলে মনে করে। তিনি বলেন, আল্লাহর কসম ওইদিন আসবে যখন, ইসরাইল মদিনার ভ‚মি দাবি করবে। কুরাইজা, নাধির, বানু কাইনুদা এবং খায়বারে থাকা ইহুদি উপজাতিদের ভ‚মি ফেরত চাইবে। এটাই হচ্ছে ইহুদি জাতীয়তাবাদী আন্দোলনের সত্যিকারের লক্ষ্য।

জিউস নিউজ সিন্ডিকেট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com