সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ (৪ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর পল্টনস্থ জমিয়ত অফিসে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাগত বক্তব্যে পেশ করেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। শুরুতেই সদরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী (রাহ.), খলিফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রাহ., শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহ., মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহ., মাওলানা আব্দুস শহীদ গুলমোকাপনী রহ. প্রমুখ শীর্ষ উলামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।
যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিগত আমেলার কার্যবিবরণী ও সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, জয়নুল আবেদীন, সাংগঠনিক পরিকল্পনা পেশ করেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, অর্থ বিষয়ে দিক নির্দেশনা পেশ করেন অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সদস্য সংগ্রহ সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, হেদায়তি বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আব্দুল কুদ্দুস, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কর্মসূচী ও সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মুফতি মুনির হোছাইন কাসেমী, মজলিসে আমেলায়, সংগঠনকে শক্তিশালী করতে বাস্তবধর্মী বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ ও পৌর সভা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি অনুমোদনসহ কেন্দ্রীয় আমেলার শুণ্যপদে ৩ জন সহ-সভাপতি ও একজন সদস্য মনোনয়ন করা হয়।
বৈঠকে আরো উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী মহাসচিব মাওলানা মাসুদুল করীম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী,মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জ, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সাহিত্য সম্পাদক মাওলানা ফযজুল হাসান খাদিমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল উল্লাহ, মাওলানা আব্দুর রহমান ছিদ্দীকি, মাওলানা বশির আহমদ, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা আফজাল হোসেন রহমানী, মুফতি নাছির উদ্দিন খান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরফউদ্দীন ইয়াহিয়া ফাহাদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাফহিমুল হক, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসূফী, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সদস্য হাজী শামসুদ্দিন বানীগ্রামী, মাওলানা মুখলিছুর রহমান, ছিদ্দিকুর রহমান চৌধুরী, মুফতি হাসান ফারুক, মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা হাফেজ ফখরুজ্জামান, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা শাব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা জয়নুল আবেদীন বাকাইলী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা মনির আহমদ, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা এবাদুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ছিদ্দিকুল ইসলাম তোফায়েল, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, যুব জমিয়ত বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com