বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
পাকিস্তান রেলপথ বাণিজ্য উন্নত করতে এবং যাত্রীদের সুবিধার্থে প্রতিবেশী আফগানিস্তানের সাথে একটি রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
প্রস্তাবিত রেল প্রকল্পটি বিগত বহু বছর ধরে প্রক্রিয়াধীন। এটি বেলুচিস্তানের চামান জেলাটিকে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলডাক শহরের সাথে সংযুক্ত করবে। প্রথম পর্যায়ে কমপক্ষে ১১ কিলোমিটার দীর্ঘ রেলপথ চমন থেকে স্পিন বোলদক অবধি স্থাপন করা হবে বলে রেলমন্ত্রী জানান। তিনি যোগ করেন, এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে, আফগানিস্তানের সরকার সম্মতি জানালে রেলপথটি কান্দাহার শহরে বাড়ানো হতে পারে।
চলতি বছরের শুরুর দিকে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচি থেকে আফগানিস্তান সীমান্তে একচেটিয়াভাবে আফগান ট্রানজিট কার্গো পরিবহনের জন্য প্রথম ট্রেন পরিষেবাও চালু করা হয়েছিল। এর আগে ২০১৯ সালে, প্রধানমন্ত্রী ইমরান খানের গৃহীত আফগানিস্তান কর্মসূচি পুনর্গঠনের আওতায় তুরখাম-জালালাবাদ সড়কে একটি অতিরিক্ত পণ্যবাহী সড়ক নির্মাণের জন্য ৫০ কোটি রুপির সম্পূরক অনুদান অনুমোদন করেছে পাকিস্তান সরকার।
সূত্র: গালফ নিউজ।