শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
করোনা মহামারির মধ্যেই দেশজুড়ে চলছে ডেঙ্গুর ভয়াবহতা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। তবে আগে থেকে ডেঙ্গুর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া সম্ভব হবে।
জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো
১. শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বেড়ে যাওয়া। ২. শরীরে র্যাশ দেখা দিতে পারে। ৩. অসহ্য মাথা ব্যথা। ৪. চোখের আশপাশে ব্যথা। ৫. পেশী আর গাঁটে ব্যথা থাকতে পারে। ৬. বমি বমি ভাব। ৭. খিদে না পাওয়া। ৮. অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।
তবে সব ধরনের জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।
যাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি
১. যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল, ২. রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের, ৩. যাদের রক্তের প্লাটিলেট কাউন্ট কম।
আপনার ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করে থাকেন। এগুলো হলো-
১. ব্লাড কাউন্ট টেস্ট, ২. এলিজা টেস্ট, ৩. পিসিআর টেস্ট।
ডেঙ্গু হলে যা করবেন:
উপরে উল্লেখিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া প্রাথমিকভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। যেমন-
১. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ২. প্যারাসিটামল খেতে হবে। ৩. অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।