শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
হু হু করে বাড়ছে বিবাহবিচ্ছেদ, নারীরাই এগিয়ে

হু হু করে বাড়ছে বিবাহবিচ্ছেদ, নারীরাই এগিয়ে

182199_1আমার সুরমা ডটকম : পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বিবাহবিবচ্ছেদ বাড়ছে এবং সেই হার ক্রমবর্ধমান৷ ২০০৫ সালে ঢাকায় যখন একটি সিটি কর্পোরেশন ছিল, তখন বিবাহবিচ্ছেদ হয় প্রায় পাঁচ হাজার৷ আর ২০১৪ সালে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই এ সংখ্যা ৫,৪১৮টি৷
মিরপুরের নিকাহ রেজিস্ট্রার বা কাজি মো. আমির হোসেন ১১ বছর ধরে বিয়ে এবং তালাক রেজিস্ট্রির কাজ করছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার অভিজ্ঞতা বলছে যে, বিয়ে বিচ্ছেদের হার প্রতি বছরই বাড়ছে৷ আর এই বিচ্ছেদের আবেদনের ৭০ ভাগই আসে নারীদের কাছ থেকে৷” তিনি আরো বলেন, ‘‘একপাক্ষিক তালাকের আদেনই বেশি৷ তবে সমঝোতার ভিত্তিতেও সম্পর্ক শেষ করছেন কোনো কোনো দম্পতি৷ এছাড়া পরে সালিশে কিছু সংসার টিকলেও, তার সংখ্যা নগন্য৷”
বাংলাদেশের আইন অনুযায়ী, কাজি অফিসে তালাকের আবদেনের মধ্য দিয়ে এর প্রক্রিয়া শুরু হয়৷ এরপর সিটি কর্পোরেশন তিনমাস সময় দেয় উভয় পক্ষকে সমঝোতার জন্য৷ যদি সমঝোতা না হয়, তাহলে তালাকের আবেদনের দিন থেকেই তা কার্যকর হয়৷
প্রায়ই দেখা যায় স্বামী-স্ত্রী দু’জনে একসাথে বাইরে থেকে ফিরলেন৷ কিন্তু খাবার তৈরি বা সংসারের অন্য কাজে লেগে গেলেন স্ত্রী৷ আর স্বামী টিভি চালিয়ে বসলেন সোফায়৷ এমনটা না করে বরং সংসারের কাজকর্ম দু’জনে মিলেমিশে শেষ করে, পরে একসাথে দু’জন মিলে টিভি দেখুন বা গল্প করুন৷ সারাদিন কে কী করলেন একে অপরেকে জানান৷
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে এই এলাকায় ১৭ হাজার ৩৮৮টি তালাক কার্যকর হয়েছে৷ দুই সিটি কর্পোরেশন মিলে তা কমপক্ষে ৩৫ হাজার৷ আর এই পরিসংখ্যান বিশ্লেষণ করেও দেখা যায় যে, তালাকের আবেদনকারীদের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগই নারী৷
নিকাহ রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, ‘‘তালাকের আবেদনে সাধারণত মূল কারণ উল্লেখ করা হয় না৷ আইনি জটিলাতা এড়াতে কারণ হিসেবে ‘বনিবনা না হওয়ার’ কথা বলা হয়৷ তবে আসল কারণ আরো গভীর৷” তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলে জেনেছি, নারী বা পুরুষ–যেই বিবাহবিচ্ছেদের আবেদন করুন না কেন, তাঁদের অন্যতম অভিযোগ হলো বিবাহবহির্ভূত সম্পর্ক৷ এছাড়া নারীরা নির্যাতন ও যৌতুকের অভিযোগ করেন, করেন মানসিক নির্যাতনের অভিযোগও৷”
রাজধানী ঢাকার এই চিত্র কি সারা দেশের? গত সাড়ে পাঁচ বছরে খুলনাতে ৬ ,৫৪৭টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে৷ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০১০ সালে ৯৪৬টি, ২০১১ সালে ১ হাজার ৭৪টি, ২০১২ সালে ১ হাজার ১৮১টি, ২০১৩ সালে ১ হাজার ২৫৪টি, ২০১৪ সালে ১ হাজার ৪১৯টি এবং ২০১৫ সালের জুন পর্যন্ত ৬৭৩টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে৷
বিচ্ছেদের কারণ হিসেবে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক, মনোমালিন্য, পারস্পরিক আস্থা ও নির্ভরশীলতার অভাব, ফেসবুক ও মোবাইল ফোনে অযাচিত সম্পর্কে জড়িয়ে পড়া, মাদকাসক্তি, বাড়তি অর্থনৈতিক চাহিদা ইত্যাদি উঠে এসেছে৷ এখানেও বিবাহবিচ্ছেদের আবেদন নারীরাই বেশি করেছেন৷
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউটের অধ্যাপক ড. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘বিবাহবিচ্ছেদের মূল কারণ পারস্পরিক আস্থা আর নির্ভরতার সংকট৷ আধুনিক তথ্য-প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগের মাধ্যম এই সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে৷” তাঁর কথায়, ‘‘এর সঙ্গে যুক্ত হয়েছে আরো নানা উপাদান৷”
এক সময় সবাইকেই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়–‘বিয়ে কবে করছো?’ এ প্রশ্ন যে কত অস্বস্তিকর, যাঁর কাছে জানতে চাওয়া হয় তাঁর মনে প্রশ্নটি যে কত চাপ তৈরি করে, তা কেউ ভাবেনই না৷ এ চাপ থেকে মুক্তি পেতে ফটোগ্রাফার সুজানে হাইনৎস কাপড়ের দোকানের পোশাক পরানো কিছু মূর্তি, অর্থাৎ ম্যানেকুইন্স দিয়ে সাজিয়েছেন নিজের পরিবার৷ স্বামী চঙ্কি, মেয়ে মেরি মার্গারেটের সঙ্গে তাঁর ছবিটি দেখুন৷ যেন সুখী পরিবার, তাই না!
নারীরা কেন বিবাহবিচ্ছেদের আবেদন বেশি করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নারীর এখন আর আগের মতো মুখ বুজে সব কিছু মেনে নিচ্ছেন না৷ তাঁরা শিক্ষা এবং অর্থনৈতিকভাবে সংহত হচ্ছেন৷ ফলে সঙ্গির অন্যায় আচরণ এবং দাবি তাঁরা এখন আর মেনে নিচ্ছে না৷ নির্যাতন গোপন করে সংসারে মুখ বুজে পড়ে থাকছেন না৷ বলা বাহুল্য, নারীরাই এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত৷ ফলে তাঁদের পক্ষ থেকেই আবেদন বেশি আসছে৷”
তিনি অবশ্য এ কথাও বলেন যে, ‘‘এর বাইরে নারী-পুরুষ উভয়েরই একমুখী সম্পর্কের অনিহা, নগরায়ন, বহুমাত্রিক সম্পর্ক থেকেও সংসার ভাঙছে৷ সংসার ভাঙছে আর্থিক কারণেও৷”
তিনি বলেন, ‘‘যে সব দম্পতির সন্তান আছে তাঁদের সংসার ভাঙলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সন্তানরা৷ তাদের জীবনের স্বাভাবিকতা অনেক সময়ই নষ্ট হয়ে যায়৷”
কাজি মো. আমির হোসেন তাঁর একটি অভিজ্ঞতার কথা জানান৷ তিনি বলেন, ‘‘একটি ঘটনা আমার খুব মনে পড়ে৷ স্বামী-স্ত্রীর সমঝোতার মাধ্যমেই তালাক হয়৷ তাঁদের দু’টি শিশু সন্তানও ছিল৷ একটির বয়স আট এবং আরেকটির বয়স ছয় বছর৷ তারাও বাবা-ময়ের সঙ্গে সেদিন এসেছিল কাজি অফিসে৷ শিশু দু’টি বাবা-মাকে জড়িয়ে আমার সামনে অনেক কেঁদেছে৷ কিন্তু তারপরও তারা পারেনি তাদের বাবা-মাকে এক রাখতে৷ ওই দম্পতি সেষ পর্যন্ত তালাকের কাগজে সই করেন৷ শিশু দু’টির কথা আমার এখনো মনে পড়ে৷ জানি না তারা কেমন আছে৷”
অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘‘আমাদের এখন অনেক কিছু মানতে হবে, বুঝতে হবে৷ অশান্তিই যদি সম্পর্কের মূল সুর হয়, সেই সম্পর্ক দীর্ঘায়িত না করাই ভালো৷”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com