রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
কুলাউড়ার বরমচালে মনছড়ায় ব্রিজ ভেংগে উপবন ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ বিপদে পরেছে। আহত এবং নিহতের আশংকা রয়েছে ব্যাপক।
সিলেট থেকে ঢাকাগামী উপবেন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বড় ধরনের দূর্ঘটনায় ট্রেনের পেছনের ৫টি বগি ছিটকে নিচের জমিতে পড়েছে ।
বরমচালের মনছড়ার ব্রিজের আশে পাশের মানুষ যারা আসেন তারা বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করুন, এবং সিলেট তারা যারা উপবন ট্রেনে কুলাউড়া আসার পথে বা ঢাকা যাওয়ার রওনা দিয়েছে এমন কেউ থাকলে প্রয়োজন মত তাদেত সাথে যোগাযোগ করার চেষ্টা করুন।