বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি সমাবেশ, আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি অনিরুদ্ধ বণিকের সভাপতিত্বে ও পরিতোষ ভট্টাচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন, শ্যামারচর বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, শ্যামারচর গ্রামের মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল গণি, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শ্যামারচর বাজার কমিটির সেক্রেটারি সজল কান্তি দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হেমেন্দ্র চন্দ্র দে, মাওলানা মোঃ রুহুল আমিন, মোঃ তৈবুর রহমান প্রমুখ।
এদিকে ৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলিয়া মাদরাসার হল রুমে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয়’ শীর্ষক সমাবেশ মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মোঃ নিজাম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব সৈয়দ আক্কাছ আলী, অভিভাবক মাওলানা সৈয়দ তহুর আহমদ, সহকারি প্রভাষক মাওলানা মোঃ মনওয়ার আলম, প্রভাষক এডিএম ফখর উদ্দিন, প্রভাষক আজমান আলী, প্রভাষক মোঃ আশিকুর রহমান, মোঃ নূরুল হক, মাদরাসার ছাত্র মোঃ সুবের খান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ শায়খুল ইসলাম, মোঃ ছাদিকুর রহমান, মোঃ আব্দুশ শহিদ প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।