বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
করিমপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত

করিমপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত

abs-scpic-03-10-2016আমার সুরমা ডটকমইউনিয়ন পরিষদকে একটি কার্যকর পরিষদে রূপান্তরিত করণ, আদর্শ ইউনিয়ন গঠন এবং স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির কর্মশালা সোমবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সচিব স্বপন দাসের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও উপসহকারি কৃষি কর্মকর্তা হিতাংশু শেখর দাস। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপন, ৪নং ওয়ার্ড মোঃ এওয়ার হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণ, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ সরাফত আলী, ১নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ রিমা চৌধুরী, ২নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ সেলু বেগম, ৩নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মালতী রাণী দাস ও সজল দাস তালুকদার প্রমুখ। কর্মশালায় ১৩টি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারকে সভাপতি করে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক সংক্রান্ত স্থায়ী কমিটি, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলামকে সভাপতি করে অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটি, ৬নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমানকে সভাপতি করে হিসাব নিরিক্ষা ও হিসাব রক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপনকে সভাপতি করে কর নিরূপন ও আদায় সংক্রান্ত স্থায়ী কমিটি, ৪নং ওয়ার্ড মোঃ এওয়ার হোসেনকে সভাপতি করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরীকে সভাপতি করে পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ, ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি সংক্রান্ত স্থায়ী কমিটি, ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদকে সভাপতি করে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটি, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়াকে সভাপতি করে কৃষি, মৎস্য ও পশুসম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক সংক্রান্ত স্থায়ী কমিটি, ৮নং ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণকে সভাপতি করে সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক সংক্রান্ত স্থায়ী কমিটি, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ সরাফত আলীকে সভাপতি করে জন্ম-মৃত্য নিবন্ধন সংক্রান্ত স্থায়ী কমিটি, ১নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ রিমা চৌধুরীকে সভাপতি করে সমাজকলাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটি, ২নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ সেলু বেগমকে সভাপতি করে পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন সংক্রান্ত স্থায়ী কমিটি, ৩নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মালতী রাণী দাসকে সভাপতি করে পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশুকল্যাণ বিষয়ক সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com