রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোট দেওয়া শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির পূর্বাঞ্চলের ৯টি অঙ্গরাজ্যে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়। অবশ্য এর আগে মধ্যরাতেই ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের তিন কেন্দ্রের নিবন্ধিত ভোটাররা। খবর এএফপি, বিবিসি ও সিএনএনের সকালে ভোট শুরু হওয়া অঙ্গরাজ্যগুলো হলো কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, নিউইয়র্ক, ভার্মন্ট ও ভার্জিনিয়া। প্রথম নারী হিসেবে হিলারি ক্লিনটন নাকি আলোচিত ডোনাল্ড ট্রাম্পের হাতে দেশ চালানোর ক্ষমতা আসবে তাই নির্ধারণ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ নির্বাচনের মাধ্যমে। সিএনএন জানায়, স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলীয় ডিক্সভিল নচে আটজন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পান ৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পান ২ ভোট। এছাড়া গের জনসন পেয়েছেন ১ ভোট। বিস্ময়করভাবে একটি রাইট-ইন ভোট পেয়েছেন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি, যিনি এবার নির্বাচনে অংশ নেননি। বিবিসি জানিয়েছে, ভোট গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ভোটের ফল প্রকাশ শুরু হবে। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের দেওয়া ভোট সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে কার্যকরী নয়। তাদের ভোটে নির্বাচিত হন প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের সদস্যরা। আর এই নির্বাচকমণ্ডলীর ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮ জন। এর মধ্যে যে প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হবে তিনিই হবেন বারাক ওবামার উত্তরসূরী।