বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ক্বওমি মাদরাসা শিক্ষবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)’ মহাসচিব মরহুম আল্লামা আব্দুল জব্বার আহমদাবাদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ‘আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ’-এর নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানার কর্মময় জীবনের নানা গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিস্মরণীয় দিক নিয়ে আলোচনা করে বলেন, তাঁর ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনদিন পূরণ হবেনা। আমরা আল্লাহর দরবারে তাঁর জন্য বেহেশতের সুউচ্চ আসন কামনা করি। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিদাতারা হলেন ‘আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ’-এর সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। প্রেসবিজ্ঞপ্তি