বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালীর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা প্রদান করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মহান বিজয় উপলক্ষে স্থানীয় মৌলিনগর ও পুরাতন চান্দবাড়ি গ্রামবাসির আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। মৌলিনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তি আব্দুল আহাদের সভাপতিত্বে ও নয়ন মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী দুলদুল মিয়া, ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদোক্তা আরিফ হাসান রেনু। অনুষ্ঠান শেষে দু-গ্রামবাসির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন। অপরদিকে ভীমখালীর ইউনয়ন পরিষদের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভীমখালী ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনাসভায় বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবুল লেইছ, আব্দুল ওয়াকিব, ইউপি সদস্যা নেহারুন নেছা প্রমুখ।