শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত হাজী আব্দুস সালামের স্ত্রী সৈয়দা খাতুন (৮০) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল-াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ৮টায় সিলেট নুরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আÍীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। সকল ছেলে মেয়েরা লন্ডন প্রবাসি মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ছুটে আসেন। তার পরিবার দীর্ঘদিন যাবৎ সিলেট পায়রা ৭৮নং বাসায় বসবাস করে আসছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা দরগাহ মসজিদের মাঠে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়, নামাজে জানাজা শেষে সিলেট হযরত শাহজালাল দরগায় স্বামীর কবরের পাশে দাফন স¤পন্ন করা হয়।