বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গোয়েন্দাদের ওপর গোয়েন্দা নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা, হত্যা ও সকল নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মোসাদ্দেক বিল্লাহ বলেন, সন্ত্রাস, জঙ্গি মসজিদ থেকে তৈরি হয় না। মসজিদে খুৎবাহ নজরদারি করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। এগুলো বন্ধের জন্য ইসলামী শিক্ষা জরুরি। সন্ত্রাস ও জঙ্গিবাদের নির্দেশদাতা ও অর্থযোগানদাতাদের চিহ্নিত করে তা প্রতিহত করতে হবে। এ যাবত অনেক জঙ্গি গ্রেফতার হয়েছে, কিন্তু এসব জঙ্গির একজন নির্দেশদাতা এবং অর্থযোগানদাতারও চিহ্নিতের খবর জাতি জানে না। তাই গোয়েন্দাদের উপর গোয়েন্দা নজরদারি প্রয়োজন।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও নগর সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। সূত্র : বিজ্ঞপ্তি