সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামে ‘আলহাজ্ব সিরাজ মিয়া নূরানী মাদরাসা বড় নগদীপুর’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বাদ জুহর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা মাওলানা আবুল কাসেম চাতলপাড়ির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের দৌলতপুর মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা তাহির আহমদ, ইসলামি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হাই, দিরাই মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ফখরুল ইসলাম, সহকারি শিক্ষক মাওলানা শাহনূর আহমদ, দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভারের দিরাই সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ডুংরিয়া মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও নাযিমে তালিমাত মুফতি মাওলানা শামসুল ইসলামসহ এলাকার গণ্যমান্য মুরুব্বীয়ানে কেরাম।
জানা যায়, লন্ডন প্রবাসি, মুমিন এইড ইউ.কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর ব্যারিস্টার শায়েখ মাওলানা বদরুল হকের আন্তরিক প্রচেষ্টায় এ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়।