বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রচণ্ড ঠাণ্ডা, তীব্র শীত আর দমকা হাওয়ায় সব শ্রেণি-পেশার মানুষের জীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক শ্রেণির লোকজন বেশি বিপাকে। তাদের প্রতিদিনের কাজ না থাকলে পরিবারের লোকজনকে অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়। এর থেকে রেহাই পাচ্ছে না গরু-বাছুরসহ বিভিন্ন জাতের পশুরাও। গত কয়েকদিনের লাগাতার তীব্র শীতে সুনামগঞ্জের দিরাই উপজেলার চিত্র এগুলো।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেল পর্যন্ত উপজেলার কোথাও সূর্যের দেখা মিলে নি। বর্তমানে হাওরে কৃষি জমি রোপনের মৌসুম থাকায় শ্রমিক সংকটে কাজের গতি কমে গেছে। তাছাড়া অন্যান্য পেশার লোকজনও একেবারে ঘর থেকে না বেরুলে নয়, এমন কর্মক্ষেত্রে যাচ্ছেন। শীতের তীব্রতার কারণে রোগের প্রাদুর্ভাবও রেড়েছে। ঘরে ঘরে সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি।
দিরাইয়ের আবহাওয়া গতকাল সন্ধ্যা পর্যন্ত ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল বেলা ছিলো ১৬ ডিগ্রি, বিকেলে ২১ ডিগ্রি আর রাতে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। এই শীতে সাধারণ শ্রেণির লোকজন আগুন জ্বালিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা করছেন।
দিরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম বাবরা হ্যমালিন জানান, প্রথমত পশুগুলোর মালিককেই তার আওতাধীন পশুর যত্ন নিতে হবে। এছাড়া শীতে ঠাণ্ডা লেগে যাওয়া, নিউমোনিয়া ও জ্বর হতে পারে। আমাদের কাছে যারা আসেন, তাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি। এরমধ্যে হলো তাপের ব্যবস্থা করতে হবে, শুষ্ক জায়গায় রাখতে হবে। সর্বোপরি পশুর সার্বক্ষণিক সেবাযত্ন করতে হবে।