বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে নিখোঁজের ৮ দিন পর নদী থেকে যুবকের উদ্ধারকৃত লাশ ময়নাতদন্ত শেষে সোমবার (৬ নভেম্বর) দাফন করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে জাউয়া কলেজের পাশে বোকা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের রশিক আলীর পুত্র রহমত আলী (২০) ৮ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অবশেষে বোকা নদী থেকে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেবনাথ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। সোমবার (৬ নভেম্বর) লাশ যানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।