বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
কে এম তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের মোগলাবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহত ১ জনকে হাসপাতালে ভার্তি করা হয়েছে। জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের (গাড়ি নং ঢাকা মেট্রো-খ ১১-৫৮৬১) সাথে স্থানিয় পথচারি একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক মারাত্বকভাবে আহত হন ও প্রাইভেট কারের এক যাত্রী সামান্য আহত হয়। আহতদের মধ্যে মোটর বাইক চালককে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকি আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।