বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১২টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুর রহমানের পরিচালনায় বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম রাব্বানী, আব্দুল ওয়াদুদ, নুরুল ইসলাম, সূর্য মিয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুল হক, মোঃ আব্দুল গফফার নোমান, রেবেকা খানম, সঞ্জয় কান্তি মণ্ডল, কালিপদ দাশ, সুলতানা বেগম, পরিমল চন্দ্র তালুকদার, নোয়াখালী শাহজালাল একাডেমির প্রিন্সিপাল নোমান আহমদ, পরিচালক শাহ আলম, জুবেল আহমদ প্রমূখ।