রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চান্দপুর নিবাসি ও দিরাই জামেয়া হাফিযিয়া হুসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত ৮টা ৪৫ মিনিটে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বেলা ২টায় দিরাই স্টেডিয়াম মাঠে নামাযে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তার নামাযে জানাযায় ইমামতি করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। ইন্তেকালের সময় তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।