বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
কে এম তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: সিলেট দক্ষিণ সুরমায় সিলেট টু মৌলভীবাজার রোডের সদর দক্ষিণ উপজেলা ভবনের সন্নিকটে শিরিষেরতল নামক জায়গায় কদমতলী বাস টার্মিনাল থেকে কুলাউড়াগামী একটা বাস রবিবার দূপুরে বাসটি সম্ভবত ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে প্রায় অর্ধশত যাত্রীসহ রোড থেকে অন্তত ২০-২৫ গজ দূরে গিয়ে খাদে পড়ে যায়। প্রতক্ষদর্শী রাসেল মুহাম্মদের ফোনালাপে এ ঘটনায় যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান। এছাড়া গুরুতর আহত বা নিহতের মতো কোনও খবর এখনও পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে স্থানিয় প্রাশাসন ও এলাকাবাসীর সহায়তায় ক্রেনসহ যাবতীয় সরঞ্জাম দিয়ে বাস উদ্ধার কাজ চলছে বলেও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।