শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
‘বাজারের শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে’ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের অন্যতম প্রাচীন ব্যবসা কেন্দ্র দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। একে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর বাজারে ভোট হওয়ায় ব্যবসায়িদের মাঝেও উৎসব বিরাজ করছে। তারা তাদের কাক্সিক্ষত প্রার্থীকে ভোট দানে আগ্রহ ভরে অপেক্ষা করছেন। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দিরাই উচ্চ বিদ্যালয়ে চলবে ভোট গ্রহণ। ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে দিরাই বাজার মহাজন সমিতির আওতাধীন ঘর মালিক ও ব্যবসায়ি মিলে মোট ভোটার ৭৩১ জন। এরমধ্যে ঘর মালিক ভোটার ৯৯ জন ও ব্যবসায়ি ভোটার ৬৩২ জন। অনুষ্ঠিত নির্বাচনে ৫টি পদের বিপরীতে একটি প্যানেলসহ মোট প্রার্থী হয়েছেন ১৫ জন। পদগুলোর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ রয়েছে। প্রতি পদেই ৩ জন করে প্রার্থী হয়েছে। মহাজন সমিতি সূত্রে জানা যায়, গত ১-৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৬-৭ সেপ্টেম্বর, বাছাই ৮ সেপ্টেম্বর, প্রার্থীরা প্রত্যাহার ৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ১০ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ৩ বছর মেয়াদি বাজার কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি শনিবার।
সূত্র মতে, সভাপতি পদে মেসার্স নাঈমা ফলের আড়তের স্বত্ত্বাধিকারী মোঃ নূরুল হক (আনারস), পানসী বিলাস রেস্টুরেন্ট ও আব্দুল হান্নান রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফ আলী (ছাতা), রাসেল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রাসেল চৌধুরী (মোটর সাইকেল)। সহ-সভাপতি পদে জয় ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী হান্নান অর রশিদ (কলস), হোসাইন স্টোরের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম (হারিকেন), নয়ন টেইলার্সের স্বত্ত্বাধিকারী মনোরঞ্জন চক্রবর্তী (টেলিভিশন)। সাধারণ সম্পাদক পদে সিট বিতানের পরিচালক মোঃ ছদরুল আমিন বাদশা (চশমা), ফিরোজ স্টোরের স্বত্ত্বাধিকারী ফিরোজ মিয়া (ফুটবল), মাছুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আল-মাসুদ (ফ্যান)। সহ-সাধারণ সম্পাদক পদে সেবা ডেকোরেটার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জুলহাস আহমদ (মোরগ), অনন্ত স্টুডিওর স্বত্ত্বাধিকারী লিটন তালুকদার লিটু (মোবাইল), মেসার্স রত্না এন্টারপ্রাইজ ও বর্ণ সরিষা অয়েল মিলের স্বত্ত্বাধিকারী রঞ্জিত বৈষ্ণব (বাঘ)। কোষাধ্যক্ষ পদে শায়ান ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ জিয়াউর রহমান জিয়া (হাঁস), জুয়েল চন্দ্র সরকার (বালতি), আর.এস হোমিও প্যাথিকের স্বত্ত্বাধিকারী ডা. লিটন রায় (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে সবাই আশাবাদী বলে জানা গেছে।
এদিকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর দিরাই বাজারের মহাজন সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ভিন্ন ধরণের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তারা। তবে যেই বিজয়ী হোন না কেন, খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন প্রার্থীরা-এমন ধারণা সচেতন ভোটারদের মনে।
অন্যদিকে প্রার্থীদের কোন প্রচারপত্রে ব্যবসায়ি পরিচয় নেই-এমন প্রশ্নের জবাবে বর্তমান দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক কমিটির একজন সদস্য মুখতার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অসাবধানতায় বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে নির্বাচিত কমিটিকে আমরা বলে দিবো, আগামিতে যারা নির্বাচন করবেন, তারা যেনো সকল প্রকার প্রচারপত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ট্রেড লাইসেন্স উল্লেখ করেন।
বাজার কমিটির অপর সদস্য সিজিল মিয়া জানান, আগামিকালের নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের কাক্সিক্ষত ভোট দিতে কোনো অসুবিধা না হয়, সে জন্য ৩টি বুথ রাখা হয়েছে। তাছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান।