শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
তাহমীদ হাসান: বাংলাদেশের ঐতিহ্যবাহী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান (হিফজ ছাত্রদের) মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার সিলেট আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের ৩য় তলায় হযরত হাসান ও হোসাইন (রা) মাদ্রাসা ও এতিমখানা ভবনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গোল্ডেন টাওয়ার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাশুক আহমদ-এর পরিচালনায় ও মাশকুল কোরআনের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আবুল কালাম জাকারিয়্যা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ, কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সুবহান, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দিন শমেশরনগরী, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।